You have reached your daily news limit

Please log in to continue


জনপ্রিয় ব্যক্তিদের অ্যাকাউন্ট বেদখল, নীরব টুইটার

জেস রবার্টসন ও ডেভিড ডেন দুজনই টুইটারে বেশ জনপ্রিয়। জেস রবার্টসন জনপ্রিয় মার্কিন টেলিভিশন শো ডাক ডাইন্যাসটির জন্য বহুল পরিচিত। আর ডেভিড ডেন দ্য আমেরিকান প্রসপেক্ট সাময়িকীর নির্বাহী সম্পাদক। খুদে ব্লগ লেখার ওয়েবসাইটটিতে অনেক অনুসারীও রয়েছে তাঁদের। কয়েক সপ্তাহ ধরেই এই দুজনের টুইটার অ্যাকাউন্ট থেকে একই রকম খুদে বার্তা পোস্ট করা হচ্ছে। হ্যালো টুইটার ফ্যামিলি দিয়ে শুরু করা এ বার্তায় বলা হচ্ছে, আমার কাছে ১০টি ম্যাকবুক রয়েছে। এগুলো ৬০০ ডলারে বিক্রি করা হবে। যাঁরা আগে ফরমাশ দেবেন, তাঁরা আগে কিনতে পারবেন। ম্যাকবুক বিক্রির অর্থ দাতব্য সংস্থায় দেওয়া হবে। আগ্রহীরা সরাসরি বার্তা পাঠাতে পারেন। বার্তার সঙ্গে একই রকম ছবিও জুড়ে দেওয়া হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, কাঠের মেঝেতে ম্যাকবুক প্রো রয়েছে। এই পোস্ট এবং ছবি দেখে যে কেউ ভাবতে পারেন, দুজন ব্যক্তিই কোনো দাতব্য সংস্থার হয়ে কাজ করছেন। কিন্তু আসলে তা নয়, দুজনের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এ বার্তা পোস্ট করা হয়েছে। তাঁদের দাবি, বিষয়টি জানানোর পরও টুইটার নীরব ভূমিকা পালন করছে। কোনো ব্যবস্থা না নেওয়ার পাশাপাশি অ্যাকাউন্ট দুটি নিষ্ক্রিয় করেনি টুইটার। অথচ হ্যাকাররা এ প্রচারণা চালিয়ে হাজারো মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন