You have reached your daily news limit

Please log in to continue


পটনা স্টেশনের টিভিতে পর্ন ভিডিয়ো চলল মিনিট তিনেক!

রবিবার সকাল সাড়ে ৯টা। ছুটির দিনের সকালে বেড়াতে যাওয়ার ভিড় সবে জমতে শুরু করেছে রেল স্টেশনে। ঠিক এই সময়ে ১০ নম্বর প্ল্যাটফর্মের টিভির পর্দায় তাকিয়ে চমকে গেলেন উপস্থিত যাত্রীরা। স্টেশনে সার দিয়ে লাগানো টিভির পর্দায় তখন চলছে পর্ন ভিডিয়ো।

ঘটনাস্থল— বিহারের পটনা স্টেশন। ১০ নম্বর প্ল্যাটফর্মে সেই সময় উপস্থিত ছিলেন বহু মহিলা এবং কমবয়সি কিশোর-কিশোরীও। তাঁদের সামনেই প্ল্যাটফর্মের টিভিতে এমন দৃশ্য চালু হওয়ায় অস্বস্তিতে পড়েন অধিকাংশ যাত্রী। দ্রুত যাত্রীদের তরফে অভিযোগ করা হয় জিআরপি এবং আরপিএফের আধিকারিকদের কাছে। তবে খবর পেয়েও সঙ্গে সঙ্গে ওই ভিডিয়ো বন্ধ করতে পারেনি জিআরপি। রেল স্টেশনে লাগানো এই ধরনের টিভি পর্দায় সাধারণত বিজ্ঞাপন দেখানো হয়। দেখানো হয় খবরের ক্লিপিং এমনকি, জনসচেতনতামূলক ভিডিয়োও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন