যুক্তরাজ্যের মন্ত্রীদের অফিশিয়াল ফোনেও থাকবে না টিকটক
ব্রিটিশ মন্ত্রীদের কর্মক্ষেত্রে ব্যবহৃত সেলফোনে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ টিকটক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা রক্ষায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিবিসি।
প্রকাশিত খবরে বলা হয়, দেশটির সরকারের ভয়, অফিশিয়াল ফোনে যেসব সংবেদনশীল তথ্য রয়েছে, টিকটক অ্যাপের মাধ্যমে চীন সরকার সেগুলোয় প্রবেশ করতে পারবে। কেবিনেট মন্ত্রী অলিভার ডোডেন বলেন, ‘এ নিষেধাজ্ঞা পূর্বসতর্কতামূলক পদক্ষেপ। খুব শিগগির তা কার্যকর হবে।’
যদিও ব্যবহারকারীর কোনো তথ্য চীনা সরকারের হাতে তুলে দেয়ার অভিযোগ খুবই শক্তভাবে অস্বীকার করেছে টিকটক। অ্যাপটির গভর্নমেন্ট রিলেশন ও পাবলিক পলিসির ভাইস প্রেসিডেন্ট থিও বার্ট্রাম বিবিসিকে বলেন, ‘অন্য কিছু নয়, বরং ভূরাজনৈতিক কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। জনগণের ভয়ের ভিত্তিতে আমাদের কাঠগড়ায় দাঁড় না করিয়ে বরং মূল বিষয়বস্তুর ভিত্তিতে করা হোক।’