কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


লেজার অটোফোকাসসহ ডাংবেইয়ের নতুন এয়ার প্রজেক্টর

চীনের বাজারে নতুন এয়ার প্রজেক্টর এক্স থ্রি উন্মোচন করেছে ডাংবেই। প্রজেক্টরটিতে লেজার অটোফোকাস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং এটি ৩ হাজার ৫০০ এএনএসআই লুমেনস পর্যন্ত উজ্জ্বলতা দিতে সক্ষম। প্রজেক্টরটি ৩০০ ইঞ্চি প্রস্থ পর্যন্ত ছবি দেখার সুবিধা দেবে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কালার অপটিমাইজেশন ও ব্রাইটনেস নিয়ন্ত্রণের ফিচার রয়েছে। ডাংবেই এক্স থ্রি এয়ার প্রজেক্টরে ১০৮০ পিক্সেলে রেজল্যুশনের পাশাপাশি এএলপিডি লেজার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ব্রাইটনেস ফিচার ঘরের পরিবেশ অনুযায়ী প্রজেক্টরের উজ্জ্বলতা নিয়ন্ত্রণে সহায়তা করে। লেজার অটোফোকাস প্রযুক্তি দ্রুত সময়ের মধ্যে ছবির মান ঠিক করতে সাহায্য করবে।

এতে অটো কি-স্টোন কারেকশন টুলের পাশাপাশি ডলবি অডিও ও ডিটিএস-এইচডি ফিচারও রয়েছে। অডিও আউটপুটের জন্য ১০ ওয়াটের বিল্ট-ইন দুটি স্পিকার দেয়া হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে ডাংবেই ওএস ৩.০ ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ধরনের ডিভাইস থেকে প্রজেক্টর নিয়ন্ত্রণ করা যাবে। এর মূল্য ৫ হাজার ২৯৯ ইউয়ান বা ৭৬৮ ডলার। গিজমোচায়না

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন