![](https://media.priyo.com/img/500x/https://eisamay.com/thumb/98753353/98753353.jpg?imgsize=58384&width=700&height=525&resizemode=75)
কুসংস্কার নয়, ‘চিকেন পক্স’ আক্রান্তের যত্ন নিন বিজ্ঞান মেনে
eisamay.com
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ১১:৩৯
আবহাওয়া পরিবর্তনের সময় নানা ভাইরাসের প্রকোপ বাড়ে। তাই তো বছরের এই সময় একটু অসচেতন হলেই বিপদ! বিশেষ করে বসন্তে একদিকে যেমন প্রকৃতি সেজে ওঠে, তেমনই এই ঋতুতে কিছু ভাইরাসের দাপাদাপিও বাড়ে। এই যেমন চিকেন পক্স বা জলবসন্তের কথাই ধরুন না। তাই সুস্থ থাকতে সচেতন থাকুন।
ইনফ্লুয়েঞ্জার মতো চিকেন পক্সও একটি ভাইরাস ঘটিত রোগ। ভ্যারিসেলা জস্টার নামে এক ধরনের ভাইরাস থেকে এই রোগ হয়। অনুকূল আবহাওয়া পেলেই এই ভাইরাস সক্রিয় হয় ওঠে। জলবসন্তে আক্রান্ত রোগীর শরীরে প্রদাহ ও ব্যথা থাকে। অনেক সময় মুখে ও মুখগহ্বরে ক্ষত তৈরি হয়। এই সময় রোগীর ঠিক মতো যত্ন নিতে হয়। তাই তো কুসংস্কারে অন্ধ না হয়ে বিজ্ঞান সম্মতভাবে যত্ন নিন রোগীর। না হলে কিন্তু…
- ট্যাগ:
- স্বাস্থ্য
- চিকেন পক্স
- জলবসন্ত