প্রতিশ্রুত কোনো কিছুই অর্জন করতে পারেনি পদ্মা ব্যাংক

বণিক বার্তা পদ্মা ব্যাংক লিমিটেড, হেড অফিস প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ০৯:৩৫

মার্কিন বিনিয়োগ ব্যাংক ডেল মরগান অ্যান্ড কোম্পানির সঙ্গে পদ্মা ব্যাংকের একটি সমঝোতা (এমওইউ) সই হয় ২০২১ সালের সেপ্টেম্বরে। পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের উপস্থিতিতে এমওইউতে স্বাক্ষর করেন তত্কালীন এমডি এহসান খসরু। এ নিয়ে ব্যাংকটির পক্ষ একটি সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। তাতে বলা হয়, পদ্মা ব্যাংকে ৭০ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে ডেল মরগান। চার-ছয় মাসের মধ্যেই মূলধন ও ঋণ হিসেবে এ অর্থ হাতে পাবে ব্যাংকটি।


আকস্মিক এ ঘোষণা ওই সময় দেশের ব্যাংক খাতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনিয়ম-দুর্নীতিতে ধুঁকতে থাকা দ্য ফারমার্স থেকে পদ্মা ব্যাংকে রূপ নেয়ার পরও প্রতিষ্ঠানটির দুর্দশা কাটছিল না। এর মধ্যেই ব্যাংক খাতের ইতিহাসে সর্বোচ্চ বিদেশী বিনিয়োগের ঘোষণা অনেককেই বেশ অবাক করে তুলেছিল। ডেল মরগানের মতো প্রতিষ্ঠানের বিনিয়োগ ব্যাংকটিকে উঠে দাঁড়াতে সহায়তা করবে বলে প্রত্যাশা করছিলেন সবাই। কিন্তু ছয় মাসের মধ্যে চলে আসার ঘোষণা দেয়া সে বিদেশী বিনিয়োগের আর কোনো হদিস পাওয়া যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও