প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের ডান পাশে দোতলা মর্গ ভবনটির অবস্থান। দীর্ঘদিন ধরে মর্গটি তালাবদ্ধ থাকায় এর ফটকে মরিচা ধরেছে। জেলার ১৩টি উপজেলাসহ আশপাশের জেলা থেকে আনা লাশের ময়নাতদন্তের সব চাপ পড়ছে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ওপর।
এ ছাড়া জেনারেল হাসপাতালে লাশ সংরক্ষণের ফ্রিজার নেই। ময়নাতদন্তের প্রতিবেদন তৈরিতে নারী লাশের জন্য নেই নারী চিকিৎসক ও ল্যাব-সুবিধা। ফরেনসিক বিভাগের কোনো চিকিৎসকও নেই। ফলে ঢাকার ল্যাব থেকে রাসায়নিকসহ অন্যান্য পরীক্ষা করাতে হচ্ছে। এ কারণে ময়নাতদন্ত প্রতিবেদন দিতে সময়ক্ষেপণ হচ্ছে। ময়নাতদন্তের মান নিয়েও প্রশ্ন ওঠে অনেক সময়। ফলে মেডিকেল কলেজের মর্গটি এত দিন ধরে ফেলে রাখার কোনো মানে হয় না।
- ট্যাগ:
- মতামত
- হাসপাতাল মর্গ
- মর্গ