উন্নয়নের নামে বড় প্রকল্প জনগণের কাজে আসছে না: জোনায়েদ সাকি
সরকারের কোনো জবাবদিহিতা না থাকায় উন্নয়নের নামে বড় বড় প্রকল্প হলেও তা জনগণের কাজে আসছে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
শনিবার (১৮ মার্চ) বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের ঈদগাও মাঠে দুই দিনব্যাপী প্রথম কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় জোনায়েদ সাকি বলেন, সরকার টিকে আছে কতিপয় গোষ্ঠীর ওপরে। সরকারের মদদে দেশের বাইরে টাকা পাচার করছে এক শ্রেণির লোপাটকারী। লোপাটকারীদের লুটপাটের ব্যবস্থা করে দিয়েছে সরকার। লোপাটকারীরাও নানা ফন্দি এঁটে সরকারকে টিকিয়ে রাখছে। জোনায়েদ সাকি আরও বলেন, দেশের বিদ্যুৎ খাত আজ একটি গোষ্ঠীর পকেট ভারী করছে। জনগণের কষ্টের কথা চিন্তা না করে, কয়েক দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।