ট্রল-সমালোচনা ঠেলে সাব্বিরের সেঞ্চুরি, জিতল রূপগঞ্জ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩, ১৯:৪৭
গেল বছর এশিয়া কাপ দলে বেশ আলোড়ন সৃষ্টি করেই এসেছিলেন সাব্বির রহমান। বেশ চমকই ছিল বলা যায় তার জাতীয় দলে ফেরাটা। তবে সেই সুযোগ হেলায় হারিয়েছিলেন টাইগারদের মারকুটে এই ব্যাটার। ফলস্বরূপ বাদ পড়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে। এরপর আর আলোচনার টেবিলেই ছিলেন না সাব্বির। তবে এবার সেঞ্চুরি করে আবারো আলোচনায় এসেছেন এই ক্রিকেটার।
শনিবার (১৮ মার্চ) মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে চলতি ডিপিএলে সিটি ক্লাবের বোলার তৌফিক আহমেদের গুড লেন্থের বলকে লং অন দিয়ে চার মেরে লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে সেঞ্চুরি পূর্ণ করেন সাব্বির। শেষ পর্যন্ত দলকে জয় উপহার দিয়েই মাঠ ছাড়েন এই ব্যাটার। অপরাজিত ছিলেন ১১০ রানে।