You have reached your daily news limit

Please log in to continue


ছবির প্রচারে কলকাতায় অভিনেতা রাজকুমার রাও

আগামী ২৪ মার্চ ভারতব্যাপী মুক্তি পেতে চলেছে রাজকুমার রাও অভিনীত ও পরিচালক অনুভব সিনহা পরিচালিত বলিউড ছবি 'ভিড়'। তার আগে ছবির প্রচারণায় কলকাতায় এলেন রাজকুমার রাও। কলকাতা সংলগ্ন আগরপাড়া নারুলা ইনস্টিটিউট অব টেকনোলজি এবং জেআইএস ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছবির প্রচার সারেন এই অভিনেতা।ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাজকুমার রাও এবং ভূমি পেডনেকর, পঙ্কজ কাপুর, দিয়া মির্জা, কৃতি কামরা।

করোনা এবং লকডাউনের সেই ভয়াবহ স্মৃতি, ১৯৪৭ সালে দেশভাগের পর ভারতের সবচেয়ে বড় মাইগ্রেশনের বিবরণ উঠে এসেছে এই ছবিতে। ভারতব্যাপী রাতারাতি লকডাউন ঘোষণার পর রাজ্যগুলোর মধ্যে তৈরি হয়েছিল কঠিন সীমানা, সেই সীমানা ভেদ করে নিজের রাজ্যে ঘরে ফিরতে পরিযায়ী শ্রমিকদের যে যন্ত্রণা কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে এই ছবিতে সেটাই তুলে ধরা হয়েছে। তাঁদের কীভাবে মারধর করা হয়েছে, তাঁদের গায়ে জীবাণুনাশক ছড়ানো হয়েছে- সেই সব দৃশ্য ছবিতে দেখানো হয়েছে। ছবিতে দেখানো হয়েছে কীভাবে গুজব ছড়ানো হয়েছে করোনা ভাইরাস তাবলিগ জামায়াতের তরফে ছড়ানো হচ্ছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন