বার্সায় ফেরার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন মেসি!

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩, ১৩:০৫

না চাইলেও প্রাণপ্রিয় ক্লাব বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয়েছিল লিওনেল মেসিকে। ২০২১ সালের মাঝামাঝি সময়ে সবাইকে অবাক করে দিয়ে প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে চুক্তি করেন তিনি। চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে, তার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নানান গল্প। এবার শোনা গেলো, ন্যু ক্যাম্পে ফেরার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।


ফুট মের্কাতো এক প্রতিবেদনে লিখেছে, পিএসজি ফরোয়ার্ড বার্সেলোনায় ফেরার চিন্তাভাবনা শুরু করেছেন। পার্ক দে প্রিন্সেসে তার মেয়াদ শেষ হতে আর মাত্র তিন মাস বাকি। যদিও ক্লাব তাকে রেখে দিতে চায়। কিন্তু ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডের কিছু শর্তের কারণে তাকে রাখার আগ্রহ কমতে শুরু করেছে ফরাসি চ্যাম্পিয়নদের।


এর আগে মেসির সম্ভাব্য গন্তব্য ধরা হয়েছিল এমএলএস-এ। আমেরিকান কোনও ক্লাবে নাকি যাচ্ছেন তিনি। এছাড়া সৌদি আরবের ক্লাব আল হিলালও তাকে লোভনীয় প্রস্তাব দিচ্ছে বলে খবর। কিন্তু ন্যু ক্যাম্পে নাকি তার ফেরার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। যাই হোক না কেন, পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার ইচ্ছা মেসির। সেক্ষেত্রে বার্সা হতে পারে তার জন্য উপযুক্ত ক্লাভ। আর গত দুই আসরে চ্যাম্পিয়নস লিগ থেকে ইউরোপা লিগে নেমে যাওয়া দলটিও শিরোপার জন্য চাতক চোখে তাকিয়ে। তাই বর্তমান আর্থিক দুর্দশার মধ্যেই ক্লাব লিজেন্ডকে চুক্তির পথ খুঁজছে বার্সা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও