![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/03/online/photos/israel-samakal-6415647bd89a4.jpg)
রমজানে ইসরায়েলি পণ্য বয়কটে যুক্তরাজ্যে প্রচারণা
ইসরায়েলি পণ্য বয়কট করতে লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে প্রচারণা শুরু হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘ফ্রেন্ডস অব আল-আকসা’ এ প্রচারণা চালু করেছে। খবর: আরবনিউজ’র।
ইসরায়েলি পণ্য বয়কটে সচেতনতার আহ্বান জানিয়ে ২০ হাজারের বেশি লিফলেট বিতরণ করা হয়েছে। হ্যাশট্যাগ ‘চেক দ্য লেবেল’ (#CheckTheLabel) ব্যবহার করে টুইটারেও তাদেরকে প্রচারণা চালাতে দেখা গেছে।