You have reached your daily news limit

Please log in to continue


বিরাট কোহলির বায়োপিকে কি রাম চরণ

দক্ষিণি সুপারস্টার রাম চরণের ক্যারিয়ারের বয়স ১৬ বছরের বেশি। কিন্তু এখনো অনেক স্বপ্ন পূরণের বাকি। সম্প্রতি নিজের এক অপূর্ণ ইচ্ছা নিয়ে কথা বলেছেন এ দক্ষিণি তারকা।

‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি অস্কার জয়ের পর রাম চরণ আর জুনিয়র এনটি আর নানাভাবে চর্চায় উঠে আসছেন। আর এ ঐতিহাসিক জয়ের পর রাম চরণ এক পত্রিকাকে নিজের এক অপূর্ণ ইচ্ছার কথা জানিয়েছেন। দক্ষিণের এই সুপারস্টারকে প্রশ্ন করা হয়—এমন কোনো চরিত্রে তিনি অভিনয় করতে চান, জবাবে রাম চরণ একটু ভেবে বলেন, ‘আমার অনেক দিনের ইচ্ছে খেলাধুলাকে নিয়ে নির্মিত ছবিতে কাজ করার। কিন্তু এ রকম কোনো ছবির প্রস্তাব আমি পাইনি।’

কোনো ক্রীড়া ব্যক্তিত্বের জীবনচিত্রে অভিনয়ের প্রসঙ্গে তিনি জানান, ‘বিরাট কোহলির ওপর যদি জীবনচিত্র বানানো হয়, তাহলে নিশ্চয় আমি সেই ছবিতে বিরাটের ভূমিকায় অভিনয় করতে চাইব।’ সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির এক নাচের ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি খেলার ময়দানে ‘নাটু নাটু’ গানের সঙ্গে কোমর দোলাচ্ছেন। তাঁর এই নাচের ভিডিওটি সবাই দারুণ পছন্দ করছেন।

এদিকে রাম চরণ ‘নাটু নাটু’ গানটিকে ঘিরে এক বড়সড় খোলাসা করেছেন। অস্কার ২০২৩-এর মঞ্চে তাঁকে আর জুনিয়র এনটি আর-কে এই গানে নাচ করতে দেখা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন