কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্লাস্টিকের জঞ্জালে ডুবছে ছেঁড়াদ্বীপ

www.ajkerpatrika.com ছেঁড়া দ্বীপ, সেন্টমার্টিন প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩, ১৫:৩৯

সেন্টমার্টিনে প্রবালের সৌন্দর্য উপভোগে সিজনের প্রায় প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক ভিড় করেন ছেঁড়াদ্বীপে। কাগজে কলমে এই দ্বীপে যাওয়া বারণ হলেও তা মানেন না কেউ। দীর্ঘ পথ অতিক্রম করে সেন্টমার্টিন আসার পর ছেঁড়াদ্বীপের সৌন্দর্য যেন পূর্ণতা দেয় ভ্রমণকারীদের। কিন্তু সেই সৌন্দর্য দিন দিন বিলীন হচ্ছে পর্যটকদের ব্যবহৃত প্লাস্টিক জঞ্জালে।


বছরের চার মাস ভ্রমণ মৌসুমে প্রতিদিন হাজারো মানুষের ভিড় জমে সেন্টমার্টিনে। সেখান থেকে ট্রলার, স্পিডবোট, ইজিবাইক, সাইকেল, মোটরসাইকেলে চেপে পর্যটকেরা আসেন ছেঁড়াদ্বীপে। সেন্টমার্টিন থেকে জোয়ারে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ছেঁড়াদ্বীপে জনবসতি নেই। কিন্তু পর্যটকের আনাগোনা বাড়তেই সেখানে ছুটে আসেন ভ্রাম্যমাণ হকাররা। চিপস, পানি, গোলা আইসক্রিম, চা, কফি, ডাব, তরমুজসহ হরেক রকম পণ্যের পসরা নিয়ে বসেন তাঁরা। আর পর্যটকেরাও সেসব ক্রয় করে উচ্ছিষ্ট ফেলে যান ছেঁড়াদ্বীপেই। দিনের পর দিন প্লাস্টিক জমতে জমতে প্রবাল পাথরের দ্বীপ হারাতে শুরু করেছে তার সৌন্দর্য। 


ছেঁড়াদ্বীপ ঘুরে দেখা যায়, প্রবাল পাথরের ওপর ফেলে রাখা হয়েছে নানান প্লাস্টিক বর্জ্য। এসবের মধ্যে পানির বোতল, প্লাস্টিক কাপ, চিপস প্যাকেট, বিস্কুটের প্যাকেট, স্ট্র ইত্যাদি। দ্বীপের মাঝে জেগে ওঠা কেয়া বনের ভেতর রীতিমতো ডাস্টবিন তৈরি করা হয়েছে প্লাস্টিক আবর্জনা দিয়ে। দ্বীপে ঘুরতে এসে এমন চিত্র দেখে হতাশা প্রকাশ করেন পরিবেশবাদীরা।


শুধু তাই নয়, পুরো দ্বীপে প্লাস্টিক দূষণ রোধে একটি সাইনবোর্ড বা বিলবোর্ড স্থাপন করা হয়নি। আগত পর্যটকদের জন্যও নেই কোনো সতর্কবাণী। অস্তিত্ব নেই প্লাস্টিক ফেলার ডাস্টবিনের। ফলে শুধু প্লাস্টিক দূষণেই থেমে থাকেন না পর্যটকেরা, সুযোগ পেলে দৃষ্টিনন্দন কিছু প্রবাল তুলে বাড়ি নিতেও দ্বিধা করছেন না। ছেঁড়াদ্বীপের ওপর এমন অত্যাচার দেখেও না দেখার ভান করে আছে স্থানীয় প্রশাসন। 


বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাকারিয়া বলেন, ‘কয়েক বছর আগেও এতটা নোংরা পরিবেশ দেখিনি। ছেঁড়াদ্বীপ ভ্রমণ নিষিদ্ধ হলেও প্রশাসনের চোখের সামনেই এখানে পর্যটকেরা আসেন। কিন্তু আগে প্রবাল সংগ্রহ বা প্লাস্টিক ব্যবহারে কড়াকড়ি থাকত। প্লাস্টিকের জুতাও ব্যবহার করতে দেওয়া হতো না। এখন সেখানে হকাররা ব্যবসা করছে। এটা খুবই হতাশাজনক।’ 


দ্বীপে একজন গোল্লা আইসক্রিম বিক্রেতা বলেন, ‘আমার বাড়ি টেকনাফ। চার মাসের জন্য এখানে আসছি। দ্বীপের একটা বাসা ভাড়ায় থাকতাছি। সিজন শেষ হলে চলে যাব।’ হকারি পণ্য বিক্রিতে কোনো বাধা পেয়েছেন কিনা জানতে চাইলে বলেন, ‘কেউই কিছু কয় নাই। শুধু চেয়ারম্যানের লোকজন কইসিলো প্লাস্টিক যেন এদিক সেদিক না ফালায়।’


ছেঁড়াদ্বীপের প্রকৃতি ধ্বংসের এমন চিত্রের বিষয়ে জানতে চাওয়া হয় স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ২১ জন লোক কাজ করছে বর্জ্য সংগ্রহে। তারাই সব পরিষ্কার করে রাখে। আর দ্বীপে প্লাস্টিক না ফেলার বিষয়ে পর্যটকদের সতর্ক হওয়া জরুরি। এত মানুষের ভেতর সবাইকে তো নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও