![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/03/online/facebook-thumbnails/1678952265842-samakal-6412d1210e640.jpg)
‘সব দলের অংশগ্রহণে ভারসাম্যপূর্ণ নির্বাচন হোক’
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, ‘ইভিএম শতভাগ স্বচ্ছতার প্রতীক। ইভিএমে আমরা ছয় শতাধিক নির্বাচন সম্পন্ন করেছি। কিন্তু কোনো পক্ষপাতিত্ব করিনি। এখানে কোনো পক্ষপাতিত্ব করার সুযোগও নেই। আমরা চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক, যাতে ভারসাম্যপূর্ণ একটি নির্বাচন হোক।’
আজ বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণের সময় তিনি এসব কথা বলেন।আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেন, সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে চায় কমিশন।