You have reached your daily news limit

Please log in to continue


দেশের বাজারে নতুন ডিজিটাল পাওয়ার ইনভার্টার হুয়াওয়ের

বাংলাদেশের বাজারে চারটি সোলার পাওয়ার ইনভার্টার উন্মোচন করেছে হুয়াওয়ে। রাজধানীতে সম্প্রতি অনুষ্ঠিত সংশ্লিষ্ট অংশীদার ও ইপিসি সহযোগীদের জন্য আয়োজিত ‘হুয়াওয়ে পার্টনার ইকোলজিক্যাল কনফারেন্স ২০২৩’ শীর্ষক এক সম্মেলনে এ ঘোষণা দেয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এতে ডিজিটাল জ্বালানির কার্যকরতার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এ সম্মেলনে অংশগ্রহণকারীরা নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

হুয়াওয়ের তথ্যমতে, নতুন ইনভার্টারগুলো হুয়াওয়ে সাউথ এশিয়ার ডিজিটাল পাওয়ার বিভাগের ব্যবস্থাপনা পরিচালক লিয়াং উইশিং (জ্যাক) উন্মোচন করেন। এগুলোর মধ্যে বাণিজ্যিক ও শিল্প খাতের (সিঅ্যান্ডআই) জন্য সান২০০০-১০০-কেটিএল-এম২, সান২০০০-১১৫-কেটিএল-এম২, সান২০০০-৫০-কেটিএল-এম৩ এবং ইউলিটি খাতের জন্য সান২০০০-৩৩০কেটিএল-এইচ১ মডেলের ইনভার্টার উন্মোচন করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন