কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বীমায় সবচেয়ে বেশি দুর্নীতি জমি কেনায়!

দেশ রূপান্তর প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩, ১০:০১

অতীতে দেশের বীমা খাতে যত দুর্নীতি হয়েছে, তার বড় অংশই হয়েছে জমি কেনাকে কেন্দ্র করে। কোনো কোনো কোম্পানি বাজার দরের চেয়ে ৩০ গুণ বেশি দরে জমি কিনেছে। ফলে ওই জমি ১০-১৫ বছর পরও বিক্রি করতে গিয়ে ক্রয়মূল্যের অর্ধেক দরেও বিক্রি করা যাচ্ছে না। গতকাল এক আলোচনা সভায় বীমা কোম্পানির জমি ক্রয়ে এমন দুর্নীতির কথা জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।


গতকাল ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) নিজস্ব কার্যালয়ে ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে মোহাম্মদ জয়নুল বারী বলেন, কাউকে বীমা কোম্পানির গ্রাহকদের অর্থ বা সম্পদ আত্মসাৎ করার সুযোগ দেওয়া হবে না। প্রয়োজনে কোম্পানির সম্পত্তি বিক্রি করে হলেও বীমা দাবি পরিশোধ করতে হবে।


তিনি বলেন, অতীতে বীমা খাতে যে দুর্নীতি হয়েছে, তার বড় অংশই হয়েছে জমি কেনাকে কেন্দ্র করে। দেখা গেছে, এক কোটি টাকা মূল্যের সম্পদ ৩০ কোটি টাকা দিয়ে কেনা হয়েছে। ওই জমি ১০-১৫ বছর পরেও কেনা দামের অর্ধেকেও বিক্রি করা যাচ্ছে না। তাই খুব জরুরি না হলে এবং মূল্য যৌক্তিক না হলে এখন কোনো কোম্পানিকে জমি কেনার অনুমতি দেওয়া হচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও