সমন্বিত নীতিমালার নামে কালাকানুন নয়

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩, ০৮:৩৪








নির্বাচনের দিন সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য সমন্বিত নীতিমালা প্রণয়ন নিয়ে গত সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে নির্বাচন কমিশন। এটা ভালো উদ্যোগ।


কিন্তু এ মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল যেসব কথা বলেছেন, তা স্ববিরোধী ও বিভ্রান্তিমূলক। তিনি একদিকে ভোটকেন্দ্রে সাংবাদিকদের দায়িত্ব পালনের বাধাগুলো দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন, অন্যদিকে গণমাধ্যমের কর্মকাণ্ডকে ‘সার্বিক স্বার্থে, জনস্বার্থে’ নিয়ন্ত্রণ করার প্রয়োজন হলে সেটাও দেখার কথা বলে মন্তব্য করেছেন।


নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য সমন্বিত নীতিমালার প্রয়োজনীয়তা আছে। কিন্তু সেই নীতিমালা যদি সাংবাদিকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্তরায় হয়ে থাকে, তা মানা হবে না। নীতিমালার অর্থ সাংবাদিকদের হাত-পা বেঁধে দেওয়া নয়। গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সিইসি বলেন, অবাধ বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহের সুযোগ থাকলে স্বচ্ছতা অনেক বেশি প্রতিষ্ঠিত হয়। তথ্য সংগ্রহে সংবাদকর্মীদের বাধা দেওয়া হলে তাঁদের মনে হবে, ‘ডাল মে কুছ কালা হ্যায়’।








সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও