ঋতু পরিবর্তনের সময় চুলের যত্ন নিয়ে যত ভুল ধারণা
ঋতু পরিবর্তনের সাথে চুলের সুস্বাস্থ্য ও উজ্জ্বলতা রক্ষায় যত্ন নেওয়া প্রয়োজন। তবে এক্ষেত্রে অনেক ভুল ধারণার প্রচলন রয়েছে।
ভারতের ‘বোম্বায় স্কিন ক্লিনিক’য়ের প্রতিষ্ঠাতা ও ত্বক বিশেষজ্ঞ ডা. বাটুল পাটেল টাইমসঅবইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বিভিন্ন প্রচলিত ভুল ধারণা ও তার সমাধান সম্পর্কে জানান।
ধারণা ১- প্রতিদিন চুল ধোয়া আগা ফাটা সৃষ্টি করে
বিষয় হল, গ্রীষ্মকালে চুল অতিরিক্ত সূর্যালোক, ক্লোরিন ও দূষণের ফলে দ্রুত ময়লা হয়ে যায়। তাই নিয়মিত চুল পরিষ্কার করা প্রয়োজন।
প্রতিদিন সালফেটমুক্ত শ্যাম্পু ব্যবহারে চুলের প্রাকৃতিক তেল ক্ষতিগ্রস্ত হয় না। চুল পরিষ্কার হয় এবং ঘন ও চকচকেভাব থাকে।
ধারণা ২- গ্রীষ্মে কন্ডিশনার ব্যবহারে চুল তৈলাক্ত হয়ে যায়
সত্যটা হল- চুল নানান রকম প্রতিকূল অবস্থা যেমন- রোদ ও ক্লোরিনের সংস্পর্শে এসে শুষ্ক, রুক্ষ ও ক্ষতিগ্রস্ত হয়। কন্ডিশনার ব্যবহারে চুলের রুক্ষতা ও ক্ষয় হ্রাস পায়।
‘ডিপ কন্ডিশনার’ ব্যবহারে চুল সুস্থ থাকে। চুলের মাঝ থেকে আগা পর্যন্ত কন্ডিশনার ব্যবহার আর্দ্রতা বজায় থাকে।
ধারণা ৩- গরমে তেল ব্যবহারে চুল চিটচিটে হয়ে যায়
বিষয় হল- চুলের ক্ষয় কমাতে, তেল ব্যবহার করা উপকারী। এটা চুলের সুরক্ষা স্তর সৃষ্টি করে। ফলে কোমল ও চকচকেভাব আসে।
তেল ব্যবহারে চুল শক্তিশালী হয়। এতে থাকা ফ্যাটি অ্যাসিড চুলের হারানো লিপিড ফেরত আনতে সহায়তা করে।
ধারণা ৪- নিয়মিত চুল কাটলে দ্রুত বৃদ্ধি হয়
চুল কাটা চুলের ফলিকল বা গোড়ার ওপর কোনো প্রভাব ফেলে না। ঘন ঘন চুল কাটা কেবল আগা ফাটার সমস্যা কমাতে সহায়তা করে।
ধারণা ৫- একশবার চিরুণির আঁচড় চুলের বৃদ্ধিতে সহায়তা করে
বার বার জোড়ে জোড়ে চুল আঁচড়ানো চুলের ক্ষতি করে ও আগা ফাটার সমস্যা সৃষ্টি করে।
আলতোভাবে চুল আঁচড়ানো রক্ত সঞ্চালন বাড়ায় । ভেজা অবস্থায় কখনই চুল আঁচড়ানো ঠিক না। এতে আগা ফাটার সৃষ্টি হয়।
ধারণা ৬- কয়েক মাস পর পর শ্যাম্পু ও কন্ডিশনার পরিবর্তন করা উচিত
আসলে নানান রকম অবস্থা যেমন- রাসায়নিক ট্রিটমেন্ট, পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদি বুঝে শ্যাম্পু বা কন্ডিশনার পরিবর্তন করতে হবে।
পরিমিত শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারে চুল ভালো থাকে।
ধারণা ৭- তেল দিয়ে খুশকির সমস্যা দূর করা
ফাঙ্গাসের কারণে খুশকি দেখা দেয়। তেল দেওয়া খুশকির সমস্যা দূর করে না।
অ্যান্টিড্যান্ড্রাফ শ্যাম্পু এই সমস্যা সমাধানে সহায়তা করে।
ধারণা ৮- গরমে তাপীয় স্টাইলিং যন্ত্র চুলের ক্ষতি করে
সত্য বিষয় হল, তাপীয় যন্ত্র চুলের ক্ষতি করে। এটা কেবল গরমকালে না। এই সকল পণ্য ব্যবহারের আগে ‘হিট প্রোটেকশন’ ব্যবহার করতে হয়।
ধারণা ৯- পানি দিয়ে চুল মসৃণ করা যায়
চুলে পানি দিয়ে মসৃণ ও কোমলভাব আনা যায় না। বরং রুক্ষভাব আনে।
চুল মসৃণ রাখতে আর্দ্রতা রক্ষাকারী পণ্য ব্যবহার করা উচিত।
ধারণা ১০- গ্রীষ্মকালে চুলের বৃদ্ধি বন্ধ হয়ে যায়
বিশেষজ্ঞদের মতে, গরমকালে ত্বকের সঞ্চালন বৃদ্ধি পায়। ফলে চুলের বৃদ্ধি ১০ থেকে ১৫ শতাংশ বাড়ার সম্ভাবনা থাকে।
- ট্যাগ:
- লাইফ
- চুলের যত্ন
- ঋতু পরিবর্তন
- ভ্রান্ত ধারণা