মোবাইলের ব্যাটারি বিস্ফোরণের আগেই তার ইঙ্গিত দেয় ফোন, কিন্তু তা বোঝার উপায় কী?
ফোনে কথা বলার সময়ে বিস্ফোরণ হয়ে দুর্ঘটনা ঘটেছে, এমন সংখ্যা নেহাত কম নয়। শুধু দুর্ঘটনাই নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। সম্প্রতি সঞ্জীব রাজা নামের এক ব্যক্তির বিছানার পাশে রাখা ফোন আচমকা ফেটে বিপত্তি ঘটে। ঘটনা বিহারের ভাগলপুরের।
নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে যে জিনিসগুলি নাম মাথায় আসে, তার মধ্যে মোবাইল ফোন অন্যতম। ফোন ছা়ড়া এক মুহূর্ত কাটানোই প্রায় অসম্ভব। কিন্তু মাঝে মধ্যেই ফোনের ব্যাটারি ফেটে আহত হওয়ার এমন অনেক খবরই পাওয়া যায়। এমনকি, মৃত্যু পর্যন্ত ঘটে অনেকের। বিশেষজ্ঞরা বলেন, প্রযুক্তিগত ত্রুটির কারণে অনেক সময়ই লিথিয়াম ব্যাটারি ফেটে যেতে পারে। এ ছাড়া অতিরিক্ত চার্জ দেওয়া বা একেবারেই চার্জ না দিয়ে ফেলে রাখা ফোন ব্যবহার করতে গেলেও বিস্ফোরণ হওয়া অস্বাভাবিক নয়। তবে, বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা আচমকা ঘটলেও বেশির ভাগ স্মার্ট ফোনই কিন্তু এমনটা হওয়ার আগে কোনও না কোনও ইঙ্গিত দেয়। প্লাস্টিক বা কোনও রাসায়নিক পোড়া গন্ধ, বা ফোন থেকে কোনও ক্ষীণ শব্দ, বা খুব অল্প সময়ের মধ্যেই চার্জারে বসানো ফোন গরম হয়ে যাওয়া ইত্যাদি দেখলে সচেতন হওয়া প্রয়োজন।
১) ফোন যেন হাত থেকে বার বার মাটিতে বা জলে পড়ে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে।
২) ফোন রোদের মধ্যে রাখা যাবে না।
৩) ব্যাটারির স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকতে হবে।
৪) ফোনের ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য ফোনের সঙ্গে ওই সংস্থার দেওয়ার চার্জারই ব্যবহার করা উচিত।
৫) ব্যাটারি নষ্ট করতে পারে এমন কোনও ‘ম্যালওয়ার’ থেকে ফোন সুরক্ষিত রাখতে হবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- টিপস
- মোবাইল বিস্ফোরণ