বাংলাদেশে বন্ধ হয়ে গেল মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার কার্যক্রম

সমকাল প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩, ১২:৩১

মুম্বাই ভিত্তিক মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানি লিমিটেড বাংলাদেশে তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশে মাহিন্দ্রা ইউনিটের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।  


জানা যায়, মঙ্গলবার মাহিন্দ্রা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড তার শেয়ারহোল্ডারদের (অংশীদার) সঙ্গে সর্বশেষ সাধারণ সভার আয়োজন করে। সেই সভায় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত চূড়ান্তভাবে অনুমোদন পায়। সভা শেষে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 


প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, মার্চ মাস থেকে এমবিপিএলের কার্যক্রম চূড়ান্তভাবে বন্ধ হয়ে গেলো। তবে কার্যক্রম বন্ধের প্রক্রিয়া ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর শুরু হয়। সে সময় এমবিপিএলের শেয়ারহোল্ডারদের নিয়ে এক বৈঠকে বসে মাহিন্দ্র অ্যান্ড মাহিন্দ্রা প্রাইভেট লিমিটেড। সেখানে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধে একটি খসড়া প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। 


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও