জয়েন্টে এই লক্ষণগুলি দেখা দিলেই বুঝবেন জটিল রোগ রিউম্যাটয়েড আর্থ্রাইটিস চেপে ধরেছে, সাবধান হন

eisamay.com প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩, ১১:৫৫

ব্যথায় কাতর দুনিয়া! আক্রান্তের সংখ্যা কয়েক কোটি ছাড়িয়ে যাবে। একটু খোঁজ নিলেই, এই রোগে আক্রান্ত রোগী আপনি প্রায় সব পরিবারেই পেয়ে যাবেন। আগে বেশি বয়সে বাতের রোগ হতো। এখন সেসবের বাধ ভেঙে গিয়েছে। কম বয়স থেকেই আর্থ্রাইটিস চেপে ধরছে। মনে রাখতে হবে যে, বিভিন্ন ধরনের বাতের অসুখের মধ্যে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত বৃদ্ধি পাচ্ছে।


এই বিশেষ ধরনের আর্থ্রাইটিসে আক্রান্ত হলে নিয়ম মেনে চলা ছাড়া গতি নেই। রোগ সঠিক সময়ে নির্ণয় না হলে হাড়ের পাশাপাশি শরীরের অন্যান্য অঙ্গের উপরও রোগ আঘাত আনতে পারে।


​রিউম্যাটয়েড আর্থ্রাইটিস প্রসঙ্গে মেয়ো ক্লিনিক জানাচ্ছে, এই অসুখটি হল ক্রনিক ইনফ্লেমেটরি ডিজঅর্ডার। শরীরের একাধিক জয়েন্ট এই অসুখ প্রভাব ফেলে। এছাড়া ত্বক, ফুসফুস, হার্টের উপরও এই রোগের নেতিবাচক প্রভাব রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও