নারীর জন্য অ্যাপ

দেশ রূপান্তর প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩, ১১:১৭

প্রযুক্তির এ সময়ে হাতে থাকা স্মার্টফোনে ঘরে বসেই নারীরা পাচ্ছেন নানান সেবা। মুহূর্তে সমাধান খুঁজে নিচ্ছেন বিভিন্ন সমস্যার। জীবনযাপনকালে নারীর জীবনকে আরও সহজ ও সুন্দর করে তুলতে ভূমিকা রাখছে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন। লিখেছেন অরণ্য সৌরভ


স্বাস্থ্যবিষয়ক পরামর্শে ‘মায়া আপা’


আমাদের দেশের মেয়েরা লজ্জা বা ভয়ে অধিকাংশ সময় ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কথা বলতে পারেন না। নারীর এই সমস্যার সমাধানে কার্যকরী ভূমিকা রাখছে ‘মায়া আপা’। এটি একটি জনপ্রিয় স্বাস্থ্যবিষয়ক অ্যাপ। অ্যাপটি নারীর পিরিয়ড, গর্ভধারণ, মুড সুইংসহ বিভিন্ন বিষয়ে সেবা দেয়। গর্ভধারণের শুরু থেকে শেষা পর্যন্ত প্রতিটি সপ্তাহের অগ্রগতি জানা যাবে। শিশু কতটা বড় হয়েছে, তার ছবি থ্রিডি মডেলে দেখা যাবে। বিভিন্ন প্রবন্ধ পড়ে স্বাস্থ্যবিষয়ক টিপস, প্রেগনেন্সির লক্ষণ এবং পুষ্টিকর খাবার সম্পর্কে জানা যাবে। এ ছাড়া নারীদের মিলবে বিভিন্ন সামাজিক ও আইনি পরামর্শ, ব্রেস্টফিডিং কীভাবে করাতে হবে সে বিষয়েও মিলবে তথ্য। অ্যাপটির সবচেয়ে আকর্ষণ ফোরাম, যেখানে পরিচয় গোপন রেখে বিশ্বের সব প্রান্তের নারীরা নিজেদের সমস্যা জানিয়ে প্রশ্ন করতে পারেন। মিলবে সব প্রশ্নেরই উত্তর। কোনো বিষয়ে দ্বিধা থাকলে ছবি তুলেও করা যায় পোস্ট। প্রিমিয়াম সেবা পেতে চাইলে সাবস্ক্রিপশন হিসেবে অল্প পরিমাণ টাকা খরচ করতে হবে। নারীর পাশাপাশি ঘরের পুরুষ সদস্যরাও আপনার নারীর সেবার জন্য ব্যবহার করতে পারেন অ্যাপটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও