You have reached your daily news limit

Please log in to continue


কানে কম শোনার সঙ্গে স্মৃতিশক্তিরও সম্পর্ক আছে, জানতেন?

প্রশ্ন: আমার দাদির বয়স ৬৫ বছর। কানে কিছুটা কম শোনেন। আর অনেক কথাই মনে রাখাতে পারেন না। কম শোনার কারণে বাড়ির সবাইকে নিয়মিত জোরে কথা বলতে হয়। এতে আশপাশের অনেকে মনে করেন, আমরা ঝগড়া করছি। তাই কানে কম শোনা আর কথা মনে রাখার কোনো চিকিৎসা আছে কি না, জানাবেন। 

ফাহিম, ধানমন্ডি

পরামর্শ: কানের চিকিৎসার জন্য পরীক্ষা-নিরীক্ষা জরুরি। সে রকম হলে কানে শ্রবণসহায়ক যন্ত্র লাগানো দরকার হতে পারে। যন্ত্র লাগিয়ে নিলে কানের জটিলতা ঠিক হয়ে যাবে। তখন আর উচ্চস্বরে কথা বলার দরকার হবে না। সাধারণত বয়সের কারণে কানে কম শোনা বা স্মৃতিশক্তি কমে যাওয়ার মতো ব্যাপারগুলো ঘটে থাকে। আর শ্রবণ দক্ষতার সঙ্গে মানুষের যোগাযোগ দক্ষতা নিবিড়ভাবে সম্পর্কিত। আপনার দাদির কানে কম শোনার ফলে স্বাভাবিকভাবেই যোগাযোগ দক্ষতাও কিছুটা হ্রাস পেয়েছে, স্মৃতিশক্তিতেও যার প্রভাব পড়েছে। কানের সমস্যা ঠিক হলে, অর্থাৎ যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পেলে মনে রাখতে না পারার সমস্যাটিও কেটে যাবে আশা করা যায়।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন