ক্যাফে কুইনের পাশেই আরও ক্যাফে কুইন!
রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের পর ‘ক্যাফে কুইন’ নামের পুরো সাত তলা ভবনটিকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়।
পরিস্থিতি নাজুক হওয়ায় বন্ধ হয়ে যায় উদ্ধারকাজ। এখনও সেখানে খুব সতর্কতার সঙ্গে কাজ করছে উদ্ধার সংশ্লিষ্ট সংস্থাগুলো। ঘটনার ভয়াবহতা থেকে নড়েচড়ে বসেছে সরকারের আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানগুলোও।
একই ধরনের অন্যান্য ভবনে শিগগিরই অভিযান শুরু করা হবে বলেও জানানো হয়েছে। তবে ঘটনাস্থলের কাছেই সিদ্দিকবাজার ও গুলিস্তানে বিভিন্ন ভবনের আন্ডার গ্রাউন্ডে (বেজমেন্ট) চলছে মার্কেটের কার্যক্রম। আগুন নেভানোর মতো কোনও সরঞ্জাম নেই মার্কেটগুলোর কোথাও। ফলে ক্যাফে কুইনের মতো ঘটনা যে আবারও ঘটতে পারে না তা বলা যাচ্ছে না।
ঘটনাস্থলের পাশেই স্যানিটারি সামগ্রীর দোকান সাফওয়ান এন্টারপ্রাইজ। দোকানের মধ্যেই পেছনের দেয়ালে গ্যাসের লাইন। গত মঙ্গলবারের (৭ মার্চ) বিস্ফোরণের পর শনিবার (১১ মার্চ) প্রথম দোকান খোলেন কর্মচারীরা।