রাজধানীতে মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টি

প্রথম আলো আবহাওয়া অধিদফতর প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩, ০৮:৩১

দুই দিন আগেও দেশের বিভিন্ন স্থানে মৃদু দাবদাহ বয়ে গেছে। এ সময় বৃষ্টি না আসায় এমন দাবদাহ—আবহাওয়াবিদেরা এমনটাই বলেছিলেন। চারদিকে ধুলোর রাজত্ব, এর মধ্যে গরম। বৃষ্টি তাই কাঙ্ক্ষিত ছিল।


বিশেষ করে রাজধানীতে। কিন্তু আজ বুধবার সকালে মেঘলা আকাশ থেকে যে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হলো, এতে নগরবাসীর মন ভরেছে, তা বলা যায় না। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, আজ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টি হবে। তবে রাজধানীতে আংশিক মেঘলা থাকবে, এটা দীর্ঘস্থায়ী হবে না।


গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও