![](https://media.priyo.com/img/500x/https://www.dainikamadershomoy.com/files/thumbs/daily-media/2023/03/14/712x407/14.jpg)
বাতব্যথা নিরাময়ে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ যে কারণে
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩, ১৯:৫২
অনেকেই দীর্ঘমেয়াদি বাতের ব্যথায় ভুগে থাকেন। এসব ব্যথার মধ্যে ঘাড়ব্যথা, কোমরব্যথা, হাঁটুব্যথা, কাঁধব্যথা ইত্যাদি বিশেষ-ভাবে উল্লেখযোগ্য। এগুলোর মধ্যে অন্যতম হলো বয়সজনিত হাড়ক্ষয়ের কারণে ব্যথা। যেমনÑ সারভাইক্যাল স্পনডাইলোসিস, লাম্বার স্পনডাইলোসিস, অস্টিওআর্থ্রাইটিস ইত্যাদি। এছাড়া আরও কিছু ক্রনিক রোগ রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পনডাইলাইটিস বা স্পনডাইলো আর্থ্রোপ্যাথি ইত্যাদিতে ব্যথা হয়ে থাকে।
এসব রোগে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসার পাশাপাশি ফিজিওথেরাপিও কার্যকর।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- বাত
- হাড় ক্ষয়
- ফিজিওথেরাপি