![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1200x630x1xxxxx1%2Fuploads%2Fmedia%2F2022%2F04%2F18%2F277787217_561484928539318_5427710520767220582_n-7c962e1ae10e194a58217840cf2fef3a.png)
ফারিয়ার জন্য অনেক প্রার্থনা
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছোট্ট শিশু ফারিয়া চৌধুরী। একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-মাকে হারিয়েছে সে। আহত অবস্থায় তাকে হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। মাঝে মধ্যেই শিশুটি বাবা-মায়ের কাছে যেতে বলছে। চারপাশ ঘিরে আছে স্বজনরা।
ডাক্তাররা সাধ্যমতো তাকে সারিয়ে তোলার চেষ্টা করছেন। শত চেষ্টার মধ্যেও কেউ একটি সত্য কথা উচ্চারণ করতে পারছেন না। তা হলো ফারিয়ার বাবা-মা আর বেঁচে নেই। না ফেরার দেশে চলে গেছেন তারা। আর কখনও সন্তানকে বুকে জড়িয়ে নিবেন না। ঘরে ‘ফারিয়া’ বলে ডাকার আর কেউ রইলো না অবুঝ শিশুটির জীবনে।