স্বাভাবিক কিন্তু সহজ নয়
সম্প্রতি স্পেনে পিরিয়ড বা মাসিক ঋতুচক্রের সময় নারী কর্মীদের চাকরি থেকে ছুটি দেওয়ার প্রস্তাবটি চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি আইনটি পাস হয়। ব্যাপারটাকে সাধুবাদ না জানালে নয়। কারণ, আমাদের দেশে পিরিয়ড এমন একটি বিষয়, যা নিয়ে কথা বলারই যেন কিছু নেই।
আমার অভিভাবক গোত্রের যাঁরা রয়েছেন, তাঁরা যদি লেখাটা পড়ে থাকেন, তাহলে এখনই বুঝি জিব কাটলেন। ছি! পত্রিকার পাতায় মাসিক নিয়ে এত বিস্তারিত লেখার কী আছে? কেউবা নারীবাদী বলেই হয়তো গালি দিলেন। কিন্তু নারী হয়ে জন্মে যে বিষয়টা কোনো মাসেই এড়াতে পারছি না এবং যা কোনো নারীই এড়াতে পারছেন না, সেটা তো অনুচ্চারিত কোনো শব্দ হতে পারে না।
- ট্যাগ:
- মতামত
- পিরিয়ড
- পিরিয়ডে খাবার
- পিরিয়ডস লিভ
- ঋতুচক্র