কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বাদু পানির যথেচ্ছ ব্যবহার: এক ফোঁটা পানির জন্য যুদ্ধ করে মরব?

www.tbsnews.net কিংসন মণ্ডল প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩, ১৭:৪০

২০১১ সালে মুক্তি পাওয়া র্যাঙ্গো নামক সেই বিখ্যাত অ্যানিমেটেড মুভিটার কথা মনে আছে? মরুভূমির ভেতরে একটা গ্রাম যেখানে সপ্তাহে মাত্র একদিন পানি আসে। সেই পানি নিয়ে খুন পর্যন্ত হয়।


খুলনার দাকোপ উপজেলায় গিয়েছেন কেউ? অবস্থা সেই সিনেমাটার থেকে খারাপ। প্রায় পুরো দাকোপ জুড়ে আগে থেকেই গভীর নলকূপে মিষ্টি পানি ওঠে না। লাখো মানুষ পুকুরের পানি খেয়েই কোনরকমে চলত। কিন্তু অবস্থা ভয়াবহ পর্যায়ে নেমে আসে ২০০৯ সালের জলোচ্ছ্বাস আইলার পর থেকে।


জলোচ্ছ্বাসে সব পুকুরে নদীর লবণাক্ত পানি ঢুকে পড়ায় তা আর পানের উপযুক্ত থাকে না। সরকার, বিভিন্ন বেসরকারি সংস্থা এত বছর ধরে চেষ্টা করেও পরিস্থিতির বলার মতো কোনো উন্নতি করতে পারেনি। সারাবছর দশ কিলোমিটার দূরত্বের মাটির রাস্তায় হেঁটে প্রতিদিন পানি আনতে হয় — এরকম উদাহরণ আছে অনেক। এ দুর্মূল্যের বাজারে খাওয়ার পানি কিনতেও হয় অনেককে। গ্রামের একটা দরিদ্র পরিবারের জন্য মাসে ৯০০ থেকে ১০০০ টাকা শুধু পানির জন্য খরচ করা আসলেই অনেক কঠিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও