স্টোরেজ ফুল! হ্যাং করছে ফোন, রেহাই কীভাবে? রইল টিপস
eisamay.com
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩, ১৭:২৭
মোবাইলের স্টোরেজ ভরে যাওয়ার সমস্যায় কম বেশি সকলেই ভুগি আমরা। যার জেরে ফোন হ্যাং করা থেকে আরও নানান সমস্যা আমাদের সামনে এসে হাজির হয়। আরও বিশাল স্টোরেজ ক্যাপাসিটির সঙ্গে লঞ্চ হচ্ছে একের পর এক ফোন।
তবে তাতেও আমাদের স্থান সংকুলান করা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আসলে রাতদিন ইন্টারনেট অন থাকার কারণে মোবাইলে কিছু না কিছু ঢুকতেই থাকে আমাদের। হোয়াটসঅ্যাপ হোক বা ফেসবুক, সেখান থেকেও ডেটা জমা হতে থাকে মোবাইলে। আর ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা ডাউনলোড করার অভ্যেস থাকলে তো কথাই নেই। মোবাইল ভরবেই। তাছাড়া প্রায় সব মোবাইলই ইদানীং আসছে দুর্দান্ত ক্যামেরা ফিচারের সঙ্গে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্টোরেজ
- মোবাইল হ্যাং