You have reached your daily news limit

Please log in to continue


ফেইসবুক, ইনস্টাগ্রাম থেকে মেটার এনএফটিকে বিদায়ের ঘোষণা

নিজস্ব প্ল্যাটফর্মে ‘ডিজিটাল সংগ্রহ’ ব্যবস্থা চালুর এক বছরেরও কম সময়ের মধ্যে ফেইসবুক ও ইনস্টাগ্রামে এনএফটি সুবিধা বন্ধ করছে সামাজিক মাধ্যম জায়ান্ট মেটা।

“কনটেন্ট নির্মাতা, ব্যবহারকারী ও বিভিন্ন ব্যবসাকে সহায়তা প্রদানের অন্যান্য উপায় সমর্থনে মনযোগ দেওয়ায় আমরা আপাতত বিভিন্ন ডিজিটাল সংগ্রহের (এনএফটি) ব্যবস্থা বন্ধ করছি।” --টুইটারে শেয়ার করা আপডেটে লেখেন মেটার বাণিজ্য ও আর্থিক প্রযুক্তি প্রধান স্টিফেন কাসরিয়েল।

২০২৩ সালকে মার্ক জাকারবার্গ ‘কোম্পানির দক্ষতার বছর’ আখ্যা দিয়ে হাজার হাজার কর্মী ছাঁটাই ও অসংখ্য প্রকল্প বন্ধের পরপরই এই আপডেট এলো বলে প্রতিবেদন উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন