পুরস্কার ও সম্মাননা পেলেন ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
স্বাধীনতার ৫০ বছরে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য পাঁচ শ্রেণিতে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড বা ব্যবসায় উৎকর্ষ পুরস্কার-২০২৩ পেয়েছেন। এ ছাড়া দুজন প্রবীণ ব্যবসায়ী নেতা পেয়েছেন বিশেষ সম্মাননা।
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই পুরস্কার ও সম্মাননা দিয়েছে সংগঠনটি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ ব্যবসা সম্মেলনের শেষ দিনে গতকাল সোমবার রাতে এই পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।