‘আপন বাজারে’ বিকাশে কেনাকাটায় বেক্সিমকোর শ্রমিকদের ছাড়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩, ১৫:৪১
বিকাশ অ্যাকাউন্টে বেতন পাওয়া বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা এখন থেকে বাজার মূল্যের চেয়ে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাঙ্গণে বেক্সিমকো, বিকাশ ও আপন ওয়েলবিংয়ের উদ্যোগে চালু হওয়া ন্যায্যমূল্যের দোকান ‘আপন বাজার’ থেকে বিকাশ পেমেন্টে এ সুবিধা পাবেন বিভিন্ন কারখানার প্রায় ৪০ হাজার শ্রমিক-কর্মচারী।
এ উপলক্ষে বিকাশ পেমেন্টে পণ্য কেনার পাশাপাশি আগামী ৩১ মার্চ পর্যন্ত থাকছে ৫ শতাংশ ক্যাশব্যাক। অফার চলাকালীন ক্রেতারা সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। বাজার মূল্যের চেয়ে কম দামে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার এ দোকান থেকে শ্রমিকরা ক্যাশ টাকা ছাড়াই বিকাশে পাওয়া বেতন থেকে পেমেন্ট করে পণ্য কিনতে পারবেন। এর ফলে শ্রমিকদের সময় ও ক্যাশ আউটের খরচ দুটোই সাশ্রয় হবে।