You have reached your daily news limit

Please log in to continue


কর্মক্ষেত্রে নারীরাও পুরুষ!

খাঁ খাঁ রোদ। শেষ ফাল্গুনেই যেন চৈত্রের তাপদাহ বইছে।নিমার্ণাধীন বিশাল জাহাজে রং করছেন মরিয়ম বেগম। তপ্ত রোদে ক্লান্তহীন কাজ করে চলছেন তিনি। দম ফেলারও যেন ফুসরত নেই। তার মতো প্রায় অর্ধশত নারী জং ছাড়ানো (হাতুড়ি দিয়ে), গ্রান্ডিং মেশিন চালানো ও রং করার কাজ করছেন।

নৌ-যান নির্মাণ ও মেরামতে কঠোর শ্রম দিচ্ছেন তারা। খুলনার রূপসা উপজেলার রূপসা নদীর পাড়ের রহিমনগরের খুলনা ডকইয়ার্ডে কর্মরত মরিয়ম মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে বাংলানিউজকে বলেন, একজন পুরুষ যে কাজ করতি পারে, তা আমরাও করতি পারি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন