কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জোহা চত্বরে খালি পায়ে রাবি শিক্ষকের প্রতিবাদ, শিক্ষার্থীদের সংহতি

সমকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩, ১৫:৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় ও পুলিশের হামলার প্রতিবাদে একক অবস্থান কর্মসূচি পালন করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দীন খান। মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে খালি পায়ে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন তিনি। এতে সংহতি জানিয়ে তাঁর অবস্থান কর্মসূচিতে অংশ নেন অথর্নীতিসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। 


শিক্ষার্থীরা সুস্থ না হওয়া পর্যন্ত ক্লাস গ্রহণ থেকে বিরত থাকার ঘোষণা দেন তিনি।


কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসী ও পুলিশ ন্যক্কারজনক হামলা চালিয়েছে। এর প্রতিবাদ এখানে অবস্থান কর্মসূচি পালন করেছি। পুলিশের উপস্থিতিতে স্থানীয়দের হামলায় এবং পরবর্তীতে পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষার্থী আহত হলো এটি কোনোভাবেই কাম্য নয়। অভিভাবক হিসেবে দুঃখ প্রকাশ করছি কারণ আমরা তাদের নিরাপত্তা দিতে পারিনি।’


হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, ‘শুরুতেই ঘটনাটি যে কারণেই ঘটুক না কেন পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ সময় পেয়েছে ঘটনাটি নিয়ন্ত্রণ করবার জন্য। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এর পরিণতি হয়েছে চরম ভয়াবহ। যারা এই হামলার সঙ্গে সম্পৃক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও