কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোলের এই শিশুই জিতল অস্কার

প্রথম আলো প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩, ০৭:৩৬

এ যেন অদ্ভুত এক পুনর্মিলনী। আজকের অস্কারে কে হুই কোয়ানের পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জেতার পর নেট দুনিয়ায় চর্চা চলছে ৩৮ বছর পুরোনো একটি ছবি নিয়ে। ছবিটি ‘ইন্ডিয়ানা জোনস’ সিরিজের দ্বিতীয় কিস্তি ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অব ডুম’-এর। স্টিভেন স্পিলবার্গ পরিচালিত সিনেমাটিতে একসঙ্গে অভিনয় করেন হ্যারিসন ফোর্ড ও সেই সময়ের শিশুশিল্পী কে হুই কোয়ান। গতকাল কোয়ান অস্কার জেতার পর দেখা হয়ে যায় হ্যারিসন ফোর্ডের সঙ্গে। এই পুনর্মিলনীতে আবেগপ্রবণ হয়ে পড়েন দুজনই। খবর যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রবিষয়ক সাময়িকী ভ্যারাইটির।


কে হুই কোয়ানের অস্কারজয়ের পর নেট দুনিয়ায় নতুন করে চর্চা চলছে ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অব ডুম’-এর বেশ কয়েকটি ছবি নিয়ে। এর মধ্যে একটি ইন্ডিয়ানা জোনসের ছবিটির শুটিংয়ের, যেখানে ফোর্ডের কোলে বসে আছেন কোয়ান। অনেকেই সেদিনের ছবির সঙ্গে আজকের অস্কারে তোলা দুজনের ছবি জুড়ে দিয়ে পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।


অস্কারে ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’ ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন কোয়ান। ‘ইন্ডিয়ানা জোনস’ সিনেমায় অভিনয় করা আমেরিকান অভিনেতা হ্যারিসন ফোর্ড অস্কারের মঞ্চে উঠেছিলেন সেরা সিনেমার পুরস্কার প্রদান করতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও