৬ অস্কার জিতে সব প্ল্যাটফর্মকে পেছনে ফেলল নেটফ্লিক্স

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩, ২৩:১৭

সিনেমার নাম ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’, কিন্তু অস্কারের জমকালো আয়োজন শেষে দেখা গেল ‘অল শাইনিং অন দ্য নেটফ্লিক্স ফ্রন্ট’! অস্কারের আয়োজনে প্রতিদ্বন্দ্বী সব প্ল্যাটফর্মকে পেছনে ফেলেছে এই স্ট্রিমিং জায়ান্ট।


স্ট্রিমিং সেবাটির এই অর্জনের পেছনে বেশিরভাগ কৃতিত্ব ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ সিনেমার। আর ‘অ্যাপল টিভি+’-এর ভাগ্যে জুটেছে কেবল একটি পুরস্কার। তবে, এবারের আয়োজনে একচেটিয়া রাজত্ব করেছে ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল স্কিনার্ট পরিচালিত ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। সেরা সিনেমা ও সেরা পরিচালকের পাশাপাশি অভিনয়ে মনোনীত চারটি পুরস্কারের তিনটিই ঘরে তুলেছে সিনেমাটি।


প্রথম বিশ্বযুদ্ধ বিষয়ক বই ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’-এর জার্মান ভাষার আলোকে তৈরি সিনেমাটি অস্কার জিতেছে সেরা আন্তর্জাতিক ফিচার, সেরা চিত্রগ্রহণ, সেরা প্রোডাকশন ডিজাইন ও সেরা অরিজিনাল স্কোর হিসেবে। তবে এর স্কোরিং নিয়ে কেউ কেউ সমালোচনাও করেছেন বলে উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে।

এর পাশাপাশি, মেক্সিকান চলচ্চিত্র পরিচালক গিয়েরমো দেল তোরো’র সিনেমা ‘পিনোকিও’র সহায়তায় সেরা অ্যানিমেটেড ফিচারের পুরস্কারও ঘরে তুলেছে নেটফ্লিক্স। ড্রিমওয়ার্কস, সনি পিকচার্স ও পিক্সারের মতো বাঘা বাঘা প্রতিদ্বন্দ্বীদের কথা বিবেচনায় নিলে একে বড় অর্জনই বলা যায়।


অন্যদিকে, ‘দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স’-এর সহায়তায় সেরা 


সম্ভবত এই আয়োজনের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ ছিল কে হুই কোয়ান ও মিশেল ইএও’র আবেগঘন বক্তব্য। প্রথম এশীয় ব্যক্তি হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি।


“আজ রাতে আমার মতো দেখতে সকল কিশোর কিশোরীর জন্য এটি একটি আশার জায়গা ও সম্ভাবনার আলো।” --মঞ্চে বলেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও