You have reached your daily news limit

Please log in to continue


সন্তান জন্ম দিয়েছেন নারায়ণগঞ্জে ভবনে বিস্ফোরণে দগ্ধ সেই নারী

নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে গতকাল রোববার রাতে বহুতল ভবনে বিস্ফোরণে গুরুতর দগ্ধ কুলসুম ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কুলসুম সিজারের মাধ্যমে আজ সোমবার সকালে সন্তান জন্ম দিয়েছেন।

শিশুটির ওজন কম হওয়ায় তাকে এনআইসিইউতে রাখা হয়েছে বলে জানান এই চিকিৎসক।

বিস্ফোরণে দগ্ধ কুলসুমের অবস্থাও আশঙ্কাজনক। তার শরীরের ৩০ শতাংশ এবং তার তিন বছরের ছেলে খালিদের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। কুলসুম বেগমকে সিজারের পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন