যুব ওয়ানডেতে আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩, ২২:০৬

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আফগানিস্তান ও বাংলাদেশের প্রথম যুব ওয়ানডেতে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য ভালো খবর নেই। টলারেন্স ওভালে শাহরিয়ার সাকিবের দল পাত্তাই পায়নি। ২৭২ রানের লক্ষ্যে মাত্র ১১৩ রানে অলআউট হয়ে গেছে তারা। হারের ব্যবধান ১৫৮ রানের।


সোমবার টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ব্যাটিংয়ে নেমে সোহেল খানের অপরাজিত সেঞ্চুরি ও ওপেনার সুলিমান আরবজাইয়ের হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৭১ রান করে আফগানরা। ১১৩ বলে ৬ চার ও ৪ ছয়ে ১০০ রানে অপরাজিত ছিলেন সোহেল। ৬০ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫৫ রান করেন সুলিমান। এছাড়া ৬৪ বলে ৪৩ রান করেন মোহাম্মদ হারুন।


বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন মারুফ মৃধা ও ওয়াসি সিদ্দিক।


বড় লক্ষ্যে নেমে ইয়ামা আরব ও ফারিদুন দাউদজাইয়ের বোলিংয়ে টালমাটাল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। একশ রান তোলাই শঙ্কার মধ্যে ছিল। জিশান আলম সর্বোচ্চ ২৭ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান আসে শিহাব জেমসের ব্যাটে। ২৭তম ওভারেই অলআউট তারা।


ইয়ামা সর্বোচ্চ চার উইকেট নেন। তিনটি উইকেট পান ফারিদুন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও