You have reached your daily news limit

Please log in to continue


গুদামে আগুন ও টিসিবির কার্যক্রম

বড় ঘটনার সময় একই বা কাছাকাছি ধরনের ছোট দু-একটি ঘটনা কিন্তু ঘটে এবং অবধারিতভাবেই যেন দ্বিতীয় ঘটনাগুলো চাপা পড়ে যায়। সংবাদপত্রেও সেভাবে আর আসে না, ফলোআপ হয় না। ফলে এমনকি সচেতন মানুষের মধ্যেও সেসব ‘ছোট’ ঘটনা নিয়ে থাকে না আলোচনা। যেমন যেদিন পুরান ঢাকার সিদ্দিকবাজারে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, সেদিনই গভীর রাতে রাজধানীর তেজগাঁওয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গুদামে আগুন লাগে। টিসিবির গুদাম মানেই খাদ্যগুদাম, নিত্যপণ্যের গুদাম। তাতে আগুন লাগার পর নেভাতে খুব বেশি সময় অবশ্য লাগেনি। ওই সময়ে রাস্তাঘাট ফাঁকা ছিল।

তা ছাড়া ওই দিন ছিল শবে বরাত। আগুন লাগার ঘটনাও ঘটে রাজধানীর কেন্দ্রস্থল তেজগাঁওয়ে। রাস্তাঘাট প্রশস্ত ওখানে। আগুন নেভাতে তাই বেগ পেতে হয়নি। কিন্তু এরই মধ্যে গুদামে রক্ষিত প্রায় ২০ টন সয়াবিন তেল এবং ১০ টনের মতো ছোলা পুড়ে বিনষ্ট হয়। একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর থেকে এ তথ্যটি জানা গেছে। টিসিবির চেয়ারম্যানও ওই পরিমাণ খাদ্যপণ্য বিনষ্ট হওয়ার কথা মিডিয়াকে বলেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন