পাকস্থলীর ক্যানসার যেভাবে বুঝবেন
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩, ০৯:৫২
পাকস্থলী বা স্টমাক ক্যানসারের হার বেড়েই চলেছে। এ রোগের লক্ষণ প্রথমে প্রকাশ খুব কম পায় বা প্রকাশের ভঙ্গি অনেকটা গ্যাস্ট্রিক বা সাধারণ সমস্যার মতো হয়। ফলে রোগটি শনাক্ত হতে দেরি হয়ে যায়। এ বিষয়ে সবার সচেতনতা দরকার। তবেই রোগটি শুরুতেই দমন করা সম্ভব।
পাকস্থলী কী : পাকস্থলী খাদ্য হজম করে। এরপর পাচনতন্ত্রের অন্যান্য অঙ্গ, যেমনÑ ক্ষুদ্রান্ত্র ও বৃহদান্ত্রে পাঠায়। যখন পাকস্থলীর মধ্যকার বা দেয়ালের স্বাস্থ্যকর কোষগুলো নিজেদের বৈশিষ্ট্য পরিবর্তন করে এবং ক্যানসারে পরিণত হয়, তখন টিউমার তৈরি করে। এই প্রক্রিয়াটি সাধারণত ধীরে ধীরে ঘটে।