রামুতে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩, ০৭:৩৬

যে কাজ দেখার দায়িত্ব যে কর্মকর্তার, সেই কাজের ক্ষেত্রে দিনের পর দিন প্রকাশ্যে অনিয়ম চলার পর যদি সংশ্লিষ্ট কর্মকর্তাই উদাসীন থাকেন এবং চোখে আঙুল দিয়ে অনিয়মটি তাঁকে দেখিয়ে দেওয়ার পরও তিনি যদি ‘তাই নাকি?


অভিযোগ পাইনি তো!’ বলে বিস্ময়ক্লিষ্ট স্বরচিত মেকি অজ্ঞতাকে সামনে আনেন, তখন তা আর অনিয়মের তথ্যের অভাবকে বোঝায় না। বোঝায় দায়বদ্ধতা, কর্তব্যবোধের অভাবকে।


ঠিক একইভাবে নিজের এলাকার বনভূমিতে কী হচ্ছে, তা জানাই যাঁদের কাজ, সবার চোখের সামনে সেই বনভূমির ৬০ থেকে ৭০ একর এলাকা (যা কিনা হাতি ও অন্যান্য বন্য প্রাণীর অভয়াশ্রম) সাফ করার ঘটনা যখন তাঁদের বিবেচনায় দ্রষ্টব্য নয়, তখন এই ঘোর জনবিরোধী কুকর্মের তাঁরাও অংশীদার বলে প্রতীয়মান হওয়াটা যথার্থ ও যৌক্তিক হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও