কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নজির গড়লেন দুই মহিলা সিনে-নির্মাতা, ভারতে অস্কার আনল তামিল ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩, ০৮:১৪

৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ভারতের হয়ে প্রথম অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে মনোয়ন পেয়েছিল গুনিত মোঙ্গা প্রযোজিত এই ছবি। তামিল ভাষার এই তথ্যচিত্র জিতে নিল অস্কার।


ভারত থেকে এ বছর ছিল তিন তিনটি মনোনয়ন। আরআরআর' ছবির নাটু নাটু গানটি রয়েছে সেরা অরিজিনাল সং ও। ফিচার তথ্যচিত্র বিভাগে ছিল বাঙালি পরিচালক শৌনক সেনের ছবি ‘অল দ্যাট ব্রিদ্‌স’। যদিও জিততে পারেননি শৌনক। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও