সপ্তাহে তিন দিন ছুটির কথা ভাবছে সৌদি আরব
সপ্তাহে তিন দিন ছুটির বিষয়ে চিন্তা-ভাবনা করছে সৌদি আরব। বিষয়টি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। আল-মদিনা সংবাদমাধ্যমে বলা হয়, সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিভাগ সপ্তাহে চার দিন কাজ ও তিন দিন ছুটির বিষয় নিয়ে ভাবছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের বর্তমান শ্রম ব্যবস্থাপনা পর্যালোচনার পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরির বিষয় বিবেচনাধীন। মূলত টুইটারে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয় এই মন্তব্য করে।
প্রতিবেদনে বলা হয়, মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের লক্ষ্য হলো সৌদি আরবে কাজকে আরও আকর্ষণীয় করে তোলা, কারণ এটি স্থানীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকে আকৃষ্ট করছে।
বর্তমানে সৌদি আরবের অধিকাংশ প্রতিষ্ঠানে সাধারণত শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি নির্ধারিত রয়েছে। এখন তা এক দিন বাড়ানোর চিন্তা চলছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সাপ্তাহিক ছুটি