![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/resize?width=800&quality=75&path=uploads/news/2023/Mar/12/1678636489083.jpg)
সিইসি’র কাছে ভোটের পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সমর্থকদের ওপর হামলা এবং বহিরাগত সন্ত্রাসীদের অনুপ্রবেশ রোধে নির্বাচনি এলাকার সাতটি পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসানোর দাবি জানিয়েছেন অটোরিকশা প্রতীকের স্বতন্ত্রী প্রার্থী কাজী মিজানুর রহমান। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, নির্বাচনী এলাকায় বহিরাগত সন্ত্রাসীরা স্থানীয় সহায়তায় অবস্থান করছে এবং তারা ভোটারদের মারধর ও হুমকি-ধমকি দিচ্ছে। এতে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
রোববার (১২ মার্চ) দুপুরে কাজী মিজানের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশন বরাবর করা এক আবেদনপত্রের মাধ্যমে এসব দাবি ও অভিযোগ তুলে ধরা হয়।
কাজী মিজানুর রহমান তার আবেদনে আরও অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন বহিরাগত সন্ত্রাসীদের মাধ্যমে হামলা ও প্রভাব খাটিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। এতাবস্থায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ এলাকার ৭টি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসানোর দাবি জানান তিনি।