আচমকা মঞ্চ ভেঙে পপতারকার মৃত্যু

আরটিভি প্রকাশিত: ১২ মার্চ ২০২৩, ১৮:৩১

দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় পপতারকা কোস্টা টিচ মারা গেছেন। এই গীতিকার ও কণ্ঠশিল্পীর বয়স হয়েছিল ২৮।


যুক্তরাজ্য ভিত্তিক প্রকাশিত একাধিক গণমাধ্যম থেকে জানা যায় ‘শনিবার (১১ মার্চ) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আল্ট্রা সাউথ আফ্রিকা মিউজিক ফেস্টিভ্যালে গান পরিবেশন করার সময়ে মঞ্চ ভেঙে পড়ে যান কোস্টা টিচ।’


আরও জানা যায়, ‘তাৎক্ষণিকভাবে সবকিছু সামলে ফের গাইতে শুরু করেন তিনি। তরুণ এ শিল্পীর প্রাণ শক্তি দেখে উল্লাসে ফেটে পড়েন দর্শকরা। কিন্তু খানিক সময়ের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।’


এ শিল্পীর অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক বিবৃতিতে কোস্টা টিচের পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে লেখা হয়, ‘দুঃখজনকভাবে আমাদের বাড়ির দরজায় মৃত্যু কড়া নেড়েছে। আমাদের প্রিয় পুত্র, ভাই এবং নাতিকে চুরি করে নিয়ে গেছে। সবাই প্রার্থনা করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও