কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বিয়ের আগে কী কী মানসিক প্রস্তুতি জরুরি?

বিয়ে মানেই নতুন জীবন, নতুন সম্পর্ক। নতুন জীবনকে ঘিরে যেমন থাকে অনাবিল স্বপ্নের হাতছানি, তেমনি কাজ করে নানা রকম শঙ্কা। দেখা যায় বিয়ের অনুষ্ঠান আয়োজন নিয়ে বিভিন্ন প্রস্তুতি থাকলেও বর-কনের মানসিক প্রস্তুতির বিষয়টি অনেকেই ভুলে যান। ভবিষ্যৎ জীবনের ভীতি কাটিয়ে ওঠার জন্য বর-কনে উভয়ের প্রয়োজন মানসিকভাবে প্রস্তুত হওয়া।

  • ছেলে মেয়ে দুজনকেই নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে চলার মানসিকতা থাকতে হবে।
  • বিয়ের পর পরিবর্তন আসবেই। সেই পরিবর্তনকে ইতিবাচক মনে করাই ভালো।
  • বিয়ের আগে বর কনের পারস্পারিক জানাশোনা থাকা চাই। পারিবারিক আয়োজনের বিয়ের ক্ষেত্রে এটি আরও বেশি জরুরি। কারণ পরস্পরকে না জানলে বিয়ে পরবর্তী বোঝাপড়া নিয়ে সংশয় দেখা দিতে পারে।
  • কেবল বর-কনে নয়, পরিবারের বাকি সদস্যদেরকেও ইতিবাচক মনোভাব রাখতে হবে। নতুন সদস্যকে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে তাদের।
  • বিয়ের পর উভয় পরিবারই নতুন সদস্যদের কাছ থেকে দায়িত্বপূর্ণ আচরণ আশা করে, মনে রাখতে হবে এটা।
  • বিয়ে পরবর্তী ভীতি একজন মেয়ের বেশি থাকে। কারণ তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। এ ভীতি কাটানোর জন্য ছেলে ও তার পরিবারকে সহযোগিতাপরায়ণ হতে হবে। মেয়ের কোনও কাজে ভুল হলে সেটা সংশোধন করে দিতে হবে এবং অযথা দোষ ধরা থেকে বিরত থাকতে হবে।
  • স্বভাবে কোন নেতিবাচক দিক থাকলে বিয়ের আগেই সেটা পরস্পরের সঙ্গে খোলাখুলি আলোচনা করে শুধরে নেওয়া জরুরি।
  • বিয়ের আগে অন্য পরিবারের প্রতিটি সদস্য সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নেওয়া প্রয়োজন।
  • প্রেমের বিয়ের ক্ষেত্রেও চাই মানসিক প্রস্তুতি। কারণ বাস্তবতা সম্পর্কে বোধ না থাকলে সেটা পরবর্তীতে দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে।
  • খুব বেশি কল্পনাপ্রবণ হওয়াটা অনুচিত। কারণ দেখা যায় অনেক সময়ই কল্পনা ও বাস্তবতা মেলে না। তখন দেখা দেয় অশান্তি।  
  • বর ও কনে উভয়কেই সম্পর্ক ও দায়িত্ব সম্পর্কে সতর্ক থাকতে হবে।   
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন