You have reached your daily news limit

Please log in to continue


সুন্দর এই পোশাক পরে রাজকীয় অনুভূতি হচ্ছে: সুস্মিতা সেন

বলিউডের সুপারফিট নায়িকাদের একজন সুস্মিতা সেন। বয়স মাত্র ৪৭ বছর। তাই তাঁর হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার খবরে চমকে গিয়েছিলেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই খবরটা দিয়েছিলেন তিনি। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ। গতকাল ল্যাকমে ফ্যাশন উইকের র‍্যাম্পে স্বমহিমায় ফিরে এসে জীবনকে রীতিমতো উদ্‌যাপন করলেন এই বলিউড নায়িকা, তথা সাবেক বিশ্বসুন্দরী।

গত বৃহস্পতিবার শুরু হয়েছে ‘এফডিসিআই ল্যাকমে ফ্যাশন উইক ২০২৩’। চার দিনের এই ফ্যাশন উৎসব আজ শেষ হবে। তার আগে গতকাল শনিবার লেমন রঙের লেহেঙ্গা-চোলিতে অপ্সরা বেশে ল্যাকমের আঙিনায় স্নিগ্ধতা ছড়িয়েছিলেন বলিউড নায়িকা সুস্মিতা সেন। তাঁকে খ্যাতনামা ডিজাইনার অনুশ্রী রেড্ডির ডিজাইন করা সাবেকি পোশাকে দেখা গেছে। জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে আসা প্রসঙ্গে স্মিত হেসে সুস্মিতা বলেন, ‘আমি খুব ভালো আছি। অনেকেই বলেছিলেন, এ সময় আমাকে ডাকাটা ঠিক হবে না। কিন্তু সে (অনুশ্রী রেড্ডি) কারুর কথা না শুনে আমাকে ডেকেছে। আমাকে অনুপ্রাণিত করেছে। তার জন্য তাকে ধন্যবাদ। আমি মনে করি, জীবনের ছন্দে ফেরা আর জীবনকে উদ্‌যাপন করার জন্য র‍্যাম্পের থেকে ভালো স্থান আর কিছু হতে পারে না।’

নিজের পোশাক সম্পর্কে সুস্মিতা বলেন, ‘সুন্দর এই পোশাক পরে রাজকীয় অনুভূতি হচ্ছে। পোশাকটা দেখে মনে হতে পারে ভারী। কিন্তু আদতে এটা বেশ হালকা। আর আমি এই পোশাক পরে বেশ গর্বিত। কারণ, এটা নিজাম জারদৌসি কারুকাজ। হায়দরাবাদে আমার জন্ম। তাই এই শহর আমার নিজের। নিজের শহরের ঐতিহ্যকে বহন করে আমি গর্বিত। সব মিলিয়ে দুর্দান্ত এক অনুভূতি।’

সুস্থ হয়ে ফেরা প্রসঙ্গে সুস্মিতা আরও বলেন, ‘এখন এক দারুণ সময়। আর সেই কঠিন সময় কাটিয়ে এখন আমি নিশ্চিত যে এখনো অনেক কিছু করার আমার বাকি আছে।’ মেয়েদের কী বার্তা দিতে চান, সুস্মিতা হেসে বলেন, ‘নিনজা, আমি শুধু এটা বলতে পারি। নিজের মধ্যে শক্তি থাকলে জীবন থামাতে পারে না। আর আপনি আপনার জীবনে এমন কিছু করুন, অন্য সবাইকে যা প্রেরণা জোগাবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন