কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার কোর্টইয়ার্ডে ‘বউদের পাঠশালা’

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১২ মার্চ ২০২৩, ০০:০১

আন্তর্জাতিক ফ্রঙ্কোফোনি উৎসব উপলক্ষে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা গত শুক্রবার ও শনিবার (১০ ও ১১ মার্চ) বেশ কিছু সাংস্কৃতিক আয়োজন করে। এরমধ্যে অন্যতম মলিয়েরের বিখ্যাত সামাজিক কমেডি ‘দ্য স্কুল ফর ওয়াইভস’ অবলম্বনে নাটক ‘বউদের পাঠশালা’। আশীষ খন্দকারের পরিচালনায় নাটকটি অনুষ্ঠিত হয় আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার কোর্টইয়ার্ডে।


নাটকটিতে দেখা যায়, জনবহুল প্যারিসের চৌরাস্তা মোড়- আর্নোলফির বাড়ি। কয়েকদিন পর ধনী বুড়ো তার বাসায় ফিরে আসে। ইতিমধ্যে সে তার ছদ্মনাম রেখেছে লা সূচি। শিশু বয়স থেকে পালিত আগনিসকে বিয়ে করার ব্যাপারে মনস্থির করে। অনভিজ্ঞ আগনিস, যখন তার বয়স ছিল ছয় বছর, তখন থেকেই বুড়ো আর্নোলফি তার সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে এবং নিজের জীবনের সাথে জড়াতে স্বপ্ন বিলাসী হয়। বাধিত বউদের মতো আগনিসকে সেই শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে চায়। হঠাৎ করে আর্নোলফি তার পুরনো বন্ধু ওরেন্টোর ছেলে হোরেসকে দেখে আনন্দে আপ্লূত হয়ে ওঠে। যুবক হোরেস তার বাবা ওরেন্টোর আসার পূর্বেই প্যারিসে চলে আসে, আর্নোলফির অনুপস্থিতিতে আগনিসের সাথে তার দেখা হয়। হোরেস জানে না, এই সেই ছদ্মবেশী লা সূচি যে কিনা তার বাবার পুরনো বন্ধু আর্নোলফি। হোরেস আগনিসের সাথে বাঁধনহারা প্রণয় রচনা করে। ঘটনাচক্রে, হোরেস আর্নোলফির কাছেই আাগনিসকে পেতে সাহায্য প্রার্থনা করে। আর্নোলফি আগনিসের কাছে জানতে চায় যে তার অনুপস্থিতিতে এক যুবক এই বাড়িতে আসে এবং আগনিসের সাথে প্রণয় করে। আর্নোলফি আগনিসেকে বলে, সে যা করছে সেটা হলো যৌবনের অপব্যবহার। সে আগনিসকে তার আচরণের দিকে মনযোগী হতে বলে। আগনিস শুধু মাত্র আর্নোলফিকেই বিয়ে করবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও